রবিবার, ১০ নভেম্বর, ২০১৩

আত্মহত্যা বনাম ধর্মীয় মূল্যবোধ

ইদানিং কিশোর-কিশোরীদের মধ্যে আত্মহত্যার প্রবণতা খুব বেশি পরিমাণে বৃদ্ধি পাচ্ছেএকটি জাতীয় দৈনিকের জরীপ অনুযায়ী গত ৭ মাসে শুধু চট্টগ্রামেই শতাধিক আত্মহত্যার ঘটনা ঘটেছেআর এর অধিকাংশই কিশোর-কিশোরীকিন্তু কেন?
বিশেষজ্ঞদের মতে, পিতা-মাতার ভালোবাসা থেকে বঞ্চিত, প্রয়োজনীয় বিনোদনের অভাব, ভিনদেশি সংস্কৃতির অগ্রাসন, অস্থিরতা ও পারিবারিক শৃঙ্খলা বিনষ্ট হওয়ায় কিশোর-কিশোরীদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বাড়ছেসমাজ বিজ্ঞানী ড. গাজী সালেহ উদ্দিন বলেন, পিতা-মাতার সান্নিধ্য লাভে ব্যর্থ হয়ে সৃষ্ট হতাশা ও একাকিত্বের কারণে কিশোর কিশোরীরা আত্মহত্যার দিকে ঝুঁকছেএছাড়া ব্যর্থতাবোধ বৃদ্ধি, বিনোদনের অভাব, বিদেশি সংস্কৃতির আগ্রাসন তো রয়েছেই

শনিবার, ৮ জুন, ২০১৩

এই মাঠে কোন রাখাল গরু চড়ায় ! ! ! ----(১)

কোন ভূমিকা নয়। লেখালেখি জগত থেকেই শুরু করি। এইতো কিছু দিন আগেও এই বাংলা সাহিতে কোন কবি, সাহিত্যিকদের দাপট ছিল? কাদের পদচারনায় মুখর ছিল এই বাংলা সাহিত্য? ফররুখ আহমেদ, কায়কোবাদ, মীর মোশাররফ হোসেন, নজরুল, আহসান হাবীব প্রমুখ। তাদের পরিচয়, তাদের স্বকীয়তা কি? তারা কোন ধারার কবি সাহিত্যিক ছিলেন? তারা ছিলেন ইসলামিক ধারার কবি। তাদের কবিতায়, গল্পে, সাহিত্যে আমরা জেনেছি ইসলামিক ইতিহাস, ইসলামিক ঐতিহ্য, আরো কত কি? তাদের চলে যাওয়ার পর এই মাঠে কোন রাখাল গরু চড়ায়! আফসোস! তার পরবর্তী কবি সাহিত্যিক যারা হলেন তারা হল শামসুর রহমান, হুমায়ুন আজাদ, সৈয়দ শামসুল হক, আবুল হোসেন, আল মাহমুদ। তাদের কলম থেকে কি ছড়ায়। শুধুই দুর্গন্ধ। অনেকে হয়ত আল মাহমুদ বা আবুল হোসেনকে আলাদা করে দেখতে চাইবেন। তাহলে আল মাহমুদ এর কবিতা থেকে একটি লাইন এখানে চয়ন করা হয়, " তোমার বীজ ধারন করে আমি হব ফলবতী বৃক্ষ" । কিংবা আবুল হোসেন এর কবিতা, " তুমি শাড়ি পড়, শাড়ি সাথে ম্যাচ করে ব্লাউজ পড়"। ইত্যাদি ইত্যাদি। কিভাবে আপনারা আল মাহমুদ কিংবা অন্য কাউকে এই ভাবধারা আনতে চাইছেন। তাহলে অব্শ্যই বলতে হবে আপনারাও এই একই ভাবধারার সাহিত্যিক। আর এই জন্যই এই মাঠে এখন গরু চড়ায় যত্তসব নষ্ট মেজাজের রাখাল। আপনারা যারা আলেম হয়েছেন, যারা লেখা করেন তারা শুধুই নামের জন্য লিখেন। আজব লাগে একটা লেখা লিখতে পারলে ফেসবুকে কয়বার যে ষ্টাটাস দেয় হিসাব নাই। আর আপনাদের এই লৌকিক লেখার জন্য বর্তমান প্রজন্ম সাহিত্য বলতে বুঝে কতগুলো নষ্ট পচা কিছু কালো লেখা। কেন এই মাঠে ছেড়ে দিলেন? আমি আবারও বলছি দুটো পয়সা, দু একবার নাম ছাপনো যদি আপনাদের লক্ষ হয় তবে এই পরিচয়ে কেন (আপনি আলেম, বা ইসলামিক ব্যক্তিত্ব)? এই পোষাকে খুলে ফেলে তাদের ঐ পোষাক পড়ে নিলেই তাদের মতই তো পয়সা কামানো যায়। মাঝখানে থেকে আমাদেরকে বোকা বানানোর প্রয়োজন কি। 
ধিক্কার শতবার। আমাদেরতো ধার করা ঐতিহ্যে দরকার নেই। বিলীন হবারও প্রয়োজন নেই। তবে কেন?

বৃহস্পতিবার, ১০ জানুয়ারী, ২০১৩

এমন ইমাম এর অভাবে বাংলার মসজিদ গুলা অনুর্বর !


"এ ভারতকে আমরা মুসলমানরা সাজিয়েছি সাড়ে ৮০০বছর ধরেএ ভারতের কুতুব মিনার, তাজমহল,শিষমহল যা কিছু সুন্দর আমরাই বানিয়েছি সেই মুসলমানদের কলিজা কোরআন ব্যান করার মত রায় যদি ভারতের কোন বিচারক দেয় আমি শুধু দিল্লি জুমা মসজিদের ইমাম নই আমি ভারতবর্ষের ২০কোটি মুসলমানের ইমাম বলছি, সে বিচারককে আমি পায়ের নিচে পাড়ায় ধরে বামহাত দিয়ে তার জিহবাটা টেনে ছিড়ে ফেলে দিব।"-- ভারতের দিল্লী শাহী মসজিদের ইমাম আব্দুল্লাহ বুখারি !

কলকাতার হাইকোর্টে কোরআন ব্যান করে দেওয়ার জন্য মামলা হওয়ার পরে তিনি এই সাহসী উক্তি করেছেন

শুক্রবার, ৩০ নভেম্বর, ২০১২

মিসেস অ্যাসিলিমির ইসলাম গ্রহন

বিচারক বললেন- দুই সন্তান অথবা ইসলাম যে কোনো একটিকে বেছে নিন,তার জন্যে এটা ছিল বেশ কস্টকরঃ-

বিচারক তাকে তার দুই সন্তান ও ইসলামের মধ্যে যে কোনো একটিকে বেছে নিত বললে মহাদ্বিধা-দ্বন্দ্বের মধ্যে পড়েন মিসেস অ্যাসিলিমিএকজন মমতাময়ী মায়ের জন্য সন্তানের দাবী ত্যাগ করা তো দূরের কথা, তাদের কাছ থেকে একদিনের জন্য দূরে থাকাও অশেষ কঠিনকিন্তু তা সত্ত্বেও ইসলামের প্রতি ও মহান আল্লাহর প্রতি ভালবাসার পরীক্ষায় উত্তীর্ণ হন মার্কিন নও-মুসলিম মিসেস অ্যাসিলিমি

শনিবার, ১০ নভেম্বর, ২০১২

একমাত্র জান্নাতের পথ



                                                                                 হাফেজ মাও: আবু মাছরুর
হাদীস শরীফে এসেছে:  হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস বলেন: আল্লাহর রাসূল, : বলেছেন। আমার উম্মতের এক এমন সময় আসবে যে, তারা পদে পদে বনী ইসরাইলীদের (ইহুদী,খৃষ্টান) অনুসরণ করবে, এমনকি তাদের কেউ যদি তার মায়ের সাথে যিনা করে তবে আমার উম্মতের মধ্যে তা অনুসৃত হবে। বনী ইসরাইলীরা ৭২ দলে বিভক্ত হয়েছে আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হবে।  একদল ব্যতিত সকলেই জাহান্নামী ।  সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন হে আল্লার রাসূল, সেই দলটা কোনটা? রাসূল স: বললেন আমি ও আমার সাহাবীরা যার (নীতি, বিশ্বাস,আদর্শের) উপর আছি।  হাদীসটি ইমাম তীরমিজি তার কিতাবে বর্ণনা করেছেন ।  কেউ কেউ এমনভাবে বর্ণনা করেছেন যে, আজ আমি ও আমার সাহাবীরা যে অবস্থায় আছি সে অবস্থা অনুসরণকারী দল। হযরত ইবনে কাসীর এর ব্যক্ষায় বলেছেন যে, সেই দলটি হল যারা আল্লাহর কালাম ও রাসূলের জীবনাদর্শ দাত কামড়ে অনুসরন করে চলবে।  এবং প্রথম সাড়ির সাহাবায়ে কেরাম যেভাবে জীবন চালিয়েছেন।

রবিবার, ৪ নভেম্বর, ২০১২

ভন্ড দেওয়ানবাগীর কুফরী মতবাদ

নাম ও পরিচয়ঃ তার নাম মাহবুবে খোদাপিতা আব্দুর রশীদ সরকারবি-বাড়ীয়ার আশুগঞ্জ থানার বাহাদুরপুর গ্রামে তার জন্ম।  প্রাথমিক স্কুল শিক্ষার পর তালশহর কারিমিয়া আলিয়া মাদ্রাসায় লেখা পড়া করেন১৯৭১ সালে মুক্তিযোদ্ধা ছিলেন¯^vaxbZvi পর সেনাবহিনীতে রিলিজিয়ার্স টিচার পদে চাকুরী করেনফরিদপুরস্থ চন্দ্রপাড়ার পীর মৃত আবুল ফযল সুলতান আহমদ তার পীর ও শ্বশুর।  প্রথমে তিনি ঢাকার অদূরে দেওয়ানবাগে ও পরে ঢাকার আরামবাগে একটি দরবার স্থাপন করেনতার তত্ত্বাবধানে কয়েকটি বই প্রকাশিত হয়যেগুলোতে অনেক ইসলাম বিরোধী কথা বিদ্যমানতন্মধ্যে নিম্নে কয়েকটি তুলে ধরা হল-

শনিবার, ১২ মে, ২০১২

যুক্তরাষ্ট্রে মুসলিমদের বিরুদ্ধে ‘সর্বাত্মক লড়াই’ চালানোর সেনাবাহিনীর কোর্স বাতিল

বিবিসি
যুক্তরাষ্ট্রের এক সামরিক প্রশিক্ষণ কলেজে মুসলিমদের বিরুদ্ধে সর্বাত্মক লড়াই চালানোর যে কোর্স পড়ানো হচ্ছিল, দেশটির সামরিক বাহিনীর সর্বাধিনায়ক আজ তার নিন্দা করেছেন
যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যান জেনারেল মার্টিন ডেম্পসি বলেন, এ কোর্সটি খুবই আপত্তিকর এবং তা মার্কিন মূল্যবোধের পরিপন্থী
ভার্জিনিয়ার জয়েন্ট ফোর্সেস স্টাফ কলেজে এই বিতর্কিত কোর্সটি পড়ানো হতো এতে মুসলিমদের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের পাশাপাশি ইসলামের পবিত্রতম নগরী মক্কার ওপর সম্ভাব্য পরমাণু বোমা হামলার কথাও ছিলতবে এটি নিয়ে বিতর্কের পর তা বাতিল করা হয়েছে

আরো দেখুন

Related Posts with Thumbnails